পুতিনের স্বাক্ষর করা চুক্তিকে বৈধতা দিল রাশিয়ার আদালত  

সংগৃহীত ছবি

পুতিনের স্বাক্ষর করা চুক্তিকে বৈধতা দিল রাশিয়ার আদালত  

অনলাইন ডেস্ক

গণভোট শেষে ইউক্রেনের চার অঞ্চল খেরসন, জাপোরোঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক নিজেদের ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর করা চুক্তিকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। অনলাইনে আদালতের প্রকাশ করা নথিপত্র থেকে এ তথ্য জানা গেছে।

গত শুক্রবার গণভোটের পর ইউক্রেনের চার অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়ে চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট পুতিন। এই চুক্তি রুশ ফেডারেশনের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে এক আদেশে এর বৈধতা দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত।

এ চুক্তি সইয়ের মধ্য দিয়ে পুতিন ইউক্রেনের চার অঞ্চলের প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করেন। এ সময় তিনি বলেছিলেন, খেরসন, জাপোরোঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্কের বাসিন্দারা আজীবনের জন্য রাশিয়ার নাগরিক হয়ে গেলেন। তারা যেকোনো মূল্যে নিজ দেশ রক্ষা করবেন।

news24bd.tv/সাব্বির

এই রকম আরও টপিক