তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে মালামাল লুট করে চক্রটি

সংগৃহীত (ফাইল ছবি)

তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে মালামাল লুট করে চক্রটি

মোহাম্মদ আরিফুল ইসলাম

বিমানবন্দরে তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে মালামাল লুটকারী চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গত ২ সেপ্টেম্বর কুয়েত প্রবাসী এক সেনা কর্মচারী হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় এয়ারপোর্টে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা তাকে টার্গেট করে এবং অজ্ঞান করে তার প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

গত শনিবার রাজধানীর বিমানবন্দর থানা ও কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে এই অজ্ঞান পার্টি চক্রের মূলহোতা মো. আমির হোসেনসহ তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সংঘবদ্ধ অজ্ঞান পার্টি চক্রের সদস্য। এই চক্রের সদস্য সংখ্যা ৮-১০ জন।  

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে জানান, তারা বিভিন্ন পেশার আড়ালে ১৫ বছর ধরে যোগসাজশে রাজধানীর বিমানবন্দর টার্মিনালে লুট করে আসছিল।

এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।  

news24bd.tv/ইস্রাফিল