জাপানের শিল্পোৎপাদন খাত ঊর্ধ্বমুখী 

সংগৃহীত ছবি

জাপানের শিল্পোৎপাদন খাত ঊর্ধ্বমুখী 

জাপানের শিল্পোৎপাদন খাত ঊর্ধ্বমুখী রয়েছে। জুলাইয়ের তুলনায় আগস্টে শিল্পোৎপাদন বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।  

কাঁচামালের ঘাটতি কমানোর মাধ্যমে কভিড-১৯ মহামারিপূর্ব স্তরের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধার হওয়ায় দেশটিতে শিল্পোৎপাদন বেড়েছে।  

জাপান সরকারের প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়, ২০১৫ সালের ১০০ বেসিস পয়েন্ট ভিত্তির বিপরীতে আগস্টে জাপানের শিল্পকারখানা এবং খনিগুলোয় ঋতুভিত্তিক উৎপাদনসূচক বেড়ে ৯৯ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

 

সূচক অনুযায়ী, ওই মাসে দেশের শিল্পোৎপাদন মাঝারি আকারে বৃদ্ধি পেয়েছে। যেখানে আগের মাসে শিল্পো উৎপাদন দশমিক ৮ শতাংশ বেড়েছিল।
news24bd.tv/ইস্রাফিল