টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান

সংগৃহীত ছবি

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

আগের পাঁচ দেখায় পাকিস্তানের সাথে জয় নেই বাংলাদেশের মেয়েদের। তবে ঘরের মাঠে চলতি এশিয়া কাপে সে পরিসংখ্যান পাল্টে দিতে চায় নিগার সুলতানার দল। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান মেয়েরা।

এর আগে চলতি এশিয়া কাপে প্রথম ম্যাচে দু’দলই পেয়েছে বড় জয়।

থাইল্যান্ডকে ৮৩ রানে আটকে ৯ উইকেটের জয় তুলেছে বাংলাদেশ। অন্যদিকে মালয়েশিয়াকেও ৯ উইকেটে হার উপহার দিয়েছে পাকিস্তান।

তবে ঘরের মাঠে চলতি এশিয়া কাপে দারুণ কিছুর অপেক্ষায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার রোমানা আহমেদ জানিয়েছিলেন দারুণ কিছু করতে চায় তারা।

তিনি বলেন, ‘পরিকল্পনা তো আসলে ওভাবে নেওয়ার কিছু নেই। আমরা ওদের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, ওয়ানডে ও টি-২০ দুটোই। আমার মনে হয় এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট। ’

ভালো করার প্রত্যয়ী বার্তায় রোমানা বলেন, ‘শেষ বিশ্বকাপে আমরা ওদের হারিয়েছি। বেশ কিছু সাফল্য আছে ওদের বিপক্ষে। শেষ অনেকদিন ওদের কাছে হারিনি। এবার আমাদের মেয়েরা অবশ্যই ভালো কিছু করবে। শেষ এশিয়া কাপেও আমরা ভালো করেছি। এখানেও আমরা খুব সতর্ক, নিজেদের সেরা চেষ্টাই করবো। ’

বাংলাদেশ মহিলা একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক, সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, শোভনা মোস্তারি, সোহেলী আক্তার, শানজিদা আক্তার

পাকিস্তান মহিলা একাদশ: মুনিবা আলী, সিদরা আমীন, বিসমাহ মারুফ (অধিনায়ক), ওমাইমা সোহেল, নিদা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ডায়ানা বেগ, তুবা হাসান, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।