সরকারি দপ্তরগুলোতে হয়রানি বাড়ছে, অভিযোগ ব্যবসায়ীদের

সচিবালয় (সংগৃহীত ছবি)

সরকারি দপ্তরগুলোতে হয়রানি বাড়ছে, অভিযোগ ব্যবসায়ীদের

সুলতান আহমেদ

কর অফিসসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে হয়রানি বেড়েই চলেছে- এমন অভিযোগ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। রোববার রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত ‘সিটিং আপ ফ্যাক্টরি’ শিরোনামের অনুষ্ঠানে তারা এই অভিযোগ করেন। এ সময় সিপিডির একটি ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়।

ব্যবসায়ীরা বলেন, দ্রুত হয়রানি বন্ধ না হলে কমে আসতে পারে বিনিয়োগ।

যার প্রভাব পড়বে কর্মসংস্থানে।

ব্যবসা শুরু করতে উদ্যোক্তাদের প্রয়োজন হয় লাইসেন্সসহ সরকারি বিভিন্ন দপ্তরের অনুমোদন। অনেকেই এ কাজ করতে গিয়ে স্বীকার হচ্ছেন নানা হয়রানির। এমন বাস্তবতায় সেন্টার ফর পলিসি ডায়ালগের উদ্যোগে চালু করা হয়েছে নতুন ওয়েব পোর্টাল।

যেখানে ব্যবসা শুরুর যাবতীয় তথ্য পাওয়া যাবে।  

পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে উঠে আসে নানা বিষয়। ব্যবসায়ীদের অভিযোগ সরকারি দপ্তরগুলোতে হয়রানি কমেনি, বরং বেড়েছে। এনবিআরসহ সরকারি সেবা সংস্থাগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেন তারা।  

ব্যবসায়ী নেতারা বলেন, সময়ের প্রয়োজনে অনেক ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে। তা না হলে দেশের অভ্যন্তরে বিনিয়োগ কমে যেতে পারে।   

অনুষ্ঠানে এফবিসিসিআই ডিরেক্টর মোয়াজ্জেম, বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বিকেএমইএ’র হাতেম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সিপিডির গবেষকরা বলেন, সরকারি দপ্তরগুলোতে অটোমেশন চালু হলে অনেক ক্ষেত্রেই মিলবে ঝামেলাহীন সেবা।  

news24bd.tv/ইস্রাফিল

এই রকম আরও টপিক