ঢাকায় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর

ফাইল ছবি

ঢাকায় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর

আগামী ২৩ ও ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনারস অব বাংলাদেশ-এএফডিবি'র সহযোগিতায় প্রথমবারের মতো এই আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ-ইন্ডিড বিজনেস কাউন্সিল-বিআইবিসি।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক অনুষ্ঠানে সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

এতে বলা হয়, এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের নির্দিষ্ট খাতভিত্তিক বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

পাশাপাশি নারী নেতৃত্বাধীন ব্যবসার প্রদর্শন, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা এবং সফল নারী উদ্যোক্তার সাথে নেটওয়ার্কিং সুযোগও থাকবে সম্মেলনে।

রাজধানীর রেডিসন হোটেলে দুইদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আন্তর্জাতিক এই নারী উদ্যোক্তা সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি অংশ নেয়ার আশা আয়োজকদের। বিআইবিসি'র ওয়েবসাইটে নিবন্ধন করে আগ্রহী নারী উদ্যোক্তারা অংশ নিতে পারবেন।

news24bd.tv/রিমু