প্রাথমিক শিক্ষক নিয়োগ: চূড়ান্ত ফল নভেম্বরে, যোগদান ডিসেম্বরে

প্রাথমিক শিক্ষক নিয়োগ: চূড়ান্ত ফল নভেম্বরে, যোগদান ডিসেম্বরে

অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী নভেম্বরের শুরুতে। সেইসাথে উত্তীর্ণদের যোগদান কার্যক্রম শুরু হবে ডিসেম্বর থেকেই।  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশের সব জেলার দুই ধাপের পরীক্ষা শেষ হবে।

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে চূড়ান্ত ধাপে পাস করা প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। ১ ডিসেম্বর থেকে শুরু যোগ্য প্রার্থীদের যোগদান কার্যক্রম।

ডিপিই সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে দিনাজপুর জেলার মৌখিক পরীক্ষা বাকি রয়েছে।

এ পরীক্ষার ফলাফল পাঠানো হলে বুয়েট থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশের কাজ শুরু করা হবে। চলমান নিয়োগে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর বাইরে অনুমোদিত ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ২০২০ সালের ওই নিয়োগে সারাদেশে মোট ৫৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়।