খেরসনে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে: স্ট্রেমাসভ
খেরসনে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে: স্ট্রেমাসভ

সংগৃহীত ছবি

খেরসনে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে: স্ট্রেমাসভ

অনলাইন ডেস্ক

রুশ অধিকৃত খেরসন অঞ্চল পুনর্দখল করার জন্য ইউক্রেনীয় সেনারা যে পাল্টা আক্রমণ চালাচ্ছে সেটি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসনের ডেপুটি হেড কিরিল স্ট্রেমাসভ।

সোমবার এক টেলিগ্রাম বার্তায় স্ট্রেমাসভ বলেন, নিকোলায়েভ অঞ্চলের দিকে সবকিছু এখন নিয়ন্ত্রণে আছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খেরসন অঞ্চলের দুটি এলাকা রুশ বাহিনীর হাত থেকে পুনরুদ্ধারের দাবি করার পর এমন মন্তব্য করলেন স্ট্রেমাসভ।

স্ট্রেমাসভ জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা রাশিয়ার বিমানবাহিনীর কাছ থেকে পরাস্ত হওয়ার আগে দিনিপার নদীর ধার ধরে দক্ষিণ দিকে দুদচানি গ্রামের দিকে অগ্রসর হয়েছিল।

খেরসনে ইউক্রেনের অগ্রসর হওয়ার কথা শিকার করে নিয়েছেন এই রুশ কর্মকর্তা। তবে তিনি উল্লেখ করেছেন, অঞ্চলটির প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ চলছে এবং এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এসময় তিনি খেরসন বাসিন্দাদের সোশ্যাল মিডিয়ার খবরে আতঙ্কিত না হওয়ার আহবান জানান। স্ট্রেমাসভ সকলের উদ্দেশ্যে বলেন, এটা খারকিভ নয়, এটা লিমানও নয়।

আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত রয়েছে।

news24bd.tv/সাব্বির