স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার পরদিন লাশ হলো ‌‘স্ত্রী’

প্রতীকী ছবি

স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার পরদিন লাশ হলো ‌‘স্ত্রী’

অনলাইন ডেস্ক

টঙ্গীতে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, যে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয় সেটি ওই নারী ও এক পুরুষ স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া নেয়। ঘটনার পর থেকে নিহতের কথিত স্বামী জালাল পলাতক রয়েছেন।

সোমবার (০৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় টঙ্গীর দত্তপাড়া (শৈলারগাতি) এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন খান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নারী জান্নাত খাতুন (১৮) বগুড়ার শেরপুর উপজেলার ধন কুন্ডি গ্রামের আরিফ শেখের মেয়ে। রোববার (২ অক্টোবর) রাত ১০টায় স্বামী-স্ত্রী পরিচয়ে মৃত জান্নাত ও পলাতক জালাল দম্পতি আসবাবপত্র নিয়ে বাসায় ওঠে।

বাড়ির মালিক ইয়াছিন মিয়া জানান, গেল সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে নিহতের স্বামী জালাল রুম ভাড়া নিতে আসেন।

চলতি মাসের প্রথম সপ্তাহে রুমে ওঠার কথা বলে এক হাজার টাকা অগ্রিম দিয়ে যায় সে। রোববার (২ অক্টোবর) রাত ১০টায় আসবাবপত্র নিয়ে তারা বাসায় ওঠে। সোমবার (০৩ অক্টোবর) দুপুর ৩টায় নিহত জান্নাতুলের মোবাইল থেকে জালাল আমাকে ফোন দিয়ে বলে তার স্ত্রীর কী যেন হয়েছে। তাকে গিয়ে যেন সাহায্য করি। জালালের ফোন পেয়ে তৃতীয় তলায় তাদেরকে ভাড়া দেওয়া কক্ষে গিয়ে দেখেন জালালের স্ত্রী বিছানার ওপর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দেন।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন খান জানান, খবর পেয়ে সুরতহাল শেষে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) হাসিবুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী জালাল স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক