কাকতালীয়ভাবে, গত সপ্তাহে সিপিএলের দ্বিতীয় সেমিফাইনালে জ্যামাইকা তালাওয়াসের ক্রিকেটার শামারাহ ব্রুকসের করা অপরাজিত ১০৯ রানের ইনিংসে আসর থেকে ছিটকে যায় শিমরন হেটমায়ারের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এবার সেই ব্রুকসের কাছে আবারও পরাজয় হল তার। অস্ট্রেলিয়া বিশ্বকাপে দলে থাকার পরও শেষ পর্যন্ত জায়গা হারাতে হয়েছে তাকে। সুযোগ পেয়েছেন ব্রুকস।
সিপিএল শেষে শনিবার থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। গত ১ অক্টোবর অস্ট্রেলিয়া উড়াল দেওয়ার কথা ছিল হেটমায়ারেরও।
এরপর আজ বিকেলে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল তার। সকালে বোর্ড ডিরেক্টর জিমি অ্যাডামসকে জানান বিকেলে নিউইয়র্কের ফ্লাইটের জন্য সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারবেন না তিনি। এরপর আর মানতে পারেনি সিডব্লিউআই। বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলেছে তাকে।
হেটমায়ারকে ছিটকে ফেলার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দেয়ে জানিয়েছে সিডব্লিউআই, ‘সিডব্লিউআই নির্বাচন প্যানেলের সিদ্ধান্ত নেওয়ার পরও শিমরন হেটমায়ার অস্ট্রেলিয়ায় তার পুনঃ-নির্ধারিত ফ্লাইট মিস করেছেন। যা পারিবারিক কারণে তার অনুরোধে ১ অক্টোবর শনিবার থেকে পরিবর্তন করা হয়েছিল। এরপর ফ্লাইট প্রাপ্যতার একটি সত্যিকারের চ্যালেঞ্জের সাথে, আজ সোমবার, ৩ অক্টোবর সোমবার গায়ানা ছেড়ে যাওয়ার জন্য একটি আসন পাওয়া যায়। তবে আজ সকালে, মি. হেটমায়ার, ক্রিকেট ডিরেক্টরকে জানান, তিনি আজ বিকেলে নিউইয়র্কের ফ্লাইটের জন্য সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারবেন না। ’
অ্যাডামস বলেন, ‘আজ বিকেলে আমরা সিডব্লিউআই বোর্ড অফ ডিরেক্টরসকে জানিয়েছি যে সিলেকশন প্যানেল সর্বসম্মতিক্রমে শিমরন হেটমায়ারের পরিবর্তে শামারহ ব্রুকসকে আমাদের টি-২০ বিশ্বকাপ দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও আমরা পারিবারিক কারণে শনিবার থেকে সোমবার শিমরনের ফ্লাইট পরিবর্তন করেছিলাম। তবে তাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল সে যদি তার অস্ট্রেলিয়া ভ্রমণে আরও বিলম্ব করে কিংবা সমস্যা হয় তবে তাকে বাদ দেওয়া ছাড়া আমাদের আর কোনও বিকল্প থাকবে না। আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্টের জন্য দলের প্রস্তুতির সামর্থ্যের সাথে আপস করতে প্রস্তুত নই। ’
ব্রুকস এই সপ্তাহের শেষের দিকে অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজে দেখা যাবে না তাকে। ব্রুকস সরাসরি মেলবোর্নে বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেবেন, যেখানে নিকোলাস পুরানের দল বাছাই পর্বে তাদের অভিযান শুরু করবে। ওয়েস্ট ইন্ডিজকে গ্রুপ বি-তে রাখা হয়েছে, যেখানে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ের পাশাপাশি শীর্ষ দুটি দল সুপার ১২-এ অগ্রসর হবে।
news24bd.tv/আমিরুল