আজ মহা নবমী, ১০৮টি নীলপদ্মে পূজিত হবেন দেবী 

সংগৃহীত ছবি

আজ মহা নবমী, ১০৮টি নীলপদ্মে পূজিত হবেন দেবী 

শারদীয় দূর্গোৎসবের ৪র্থ দিন আজ মহা নবমী। চন্দ্রের নবমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা আজ পালন করবেন মহা নবমী কল্পারম্ভ ও বিহিত পূজা।

দুর্গোৎসবের মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হন দেবী দুর্গা। এ দিন নানা আয়োজনের মধ্য দিয়ে মহা নবমীর পূজা শেষে যথারীতি দেবীর চরণে অঞ্জলি দেবেন ভক্তরা।

 

নবমী তিথিতে দেবী দুর্গার আরাধনা হয় দেবী সিদ্ধিদাত্রী রূপে। দেবী সিদ্ধিদাত্রীর রূপ ঐশ্বরিক। তিনি পার্থিব আকাঙ্ক্ষা পূরণ করেন এবং অজ্ঞতা দূর করেন।  

মূলত আজই পূজার শেষ দিন।

আগামীকাল বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

news24bd.tv/ইস্রাফিল