বান্ধবী চেয়ে বিজ্ঞাপন, বেতন মাসে ২ লাখ টাকা

সংগৃহীত প্রতীকী ছবি

বান্ধবী চেয়ে বিজ্ঞাপন, বেতন মাসে ২ লাখ টাকা

অনলাইন ডেস্ক

প্রযুক্তিগত উত্তোরণের পর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেই ব্যস্ত হয়ে পড়েছে বেশি। এটা মানুষের মধ্যে তৈরি করছে এক ধরনের একাকিত্ব। এমন বাস্তবতায় এক অভিনব ঘটনা ঘটিয়েছেন দুই যুবক। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বান্ধবী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন।

 

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। থাইল্যান্ডের সংবাদ মাধ্যমে বলা হয়, ওই দুই যুবক চীনের নাগরিক। তারা কর্মসূত্রে থাইল্যান্ডে থাকেন। একাকিত্ব ঘোচাতে তারা এই বিজ্ঞাপন দিয়েছেন।

আর বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তাদেরই এক বন্ধু।  

বান্ধবী চেয়ে দেওয়া ওই বিজ্ঞাপনটিতে যেসব শর্ত দেওয়া হয়েছে তা হলো, যারা আবেদন করতে চান, তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মাসে ২ লাখ ১৬ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রয়োজনে বেতন বাড়ানো হবে। তাদের অবশ্যই চাইনিজ ভাষা জানতে হবে।  

বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।  
news24bd.tv/ইস্রাফিল