মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাসহ ৩০ জন উদ্ধার
মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাসহ ৩০ জন উদ্ধার

সংগৃহীত ছবি

মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাসহ ৩০ জন উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে।  এখন পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন।  মঙ্গলবার (০৪ অক্টোবর) টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, সমুদ্র পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

টেকনাফের শামলাপুরের স্থানীয় যুবক তারেক বলেন, ভোরের দিকে সমুদ্রে হাঁটতে বের হয়েছিলাম। সেখানে দেখি কয়েকজন লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। পরে শুনি তাদের থেকে ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডকে খবর দিলে তারা বোট নিয়ে তাদের উদ্ধার করে।

টেকনাফ স্টেশন কমান্ডার লে. আশিক আহমেদ বলেন, সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় ট্রলারের যাত্রীরা সাঁতরে তীরের দিকে আসতে থাকেন। ঘটনার পরপরই এক ব্যক্তি সাহায্যের জন্য জরুরি সেবা-৯৯৯-এ কল করেন। কল পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রথমে ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে আরও ছয়জনকে উদ্ধার করা হয়।

news24bd.tv/আলী