ফরিদপুরে ৫ কিমি মহাসড়ক যেন মরণ ফাঁদ 
ফরিদপুরে ৫ কিমি মহাসড়ক যেন মরণ ফাঁদ 

বেহাল সড়ক

ফরিদপুরে ৫ কিমি মহাসড়ক যেন মরণ ফাঁদ 

ফরিদপুর প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদী থেকে রাজবাড়ী মোড় পর্যন্ত ৫ কিলোমিটার মহাসড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত ৪ বছরে এই ৫ কিলোমিটার সড়কে দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।  

রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে খানা-খন্দে ভরা সড়কে চলতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে।

প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। সড়ক বিভাগ জানিয়েছে, দ্রুতই শুরু হবে সংস্কার কাজ।  

ঢাকা-খুলনা এন-৭ মহাসড়কের ফরিদপুরের ধুলদী রেলগেট এলাকায় সড়ক দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গুরুত্বপর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে।

খানাখন্দ থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।  

প্রায়ই দুর্ঘটনা ঘটলেও সড়ক সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।  

খানাখন্দ থাকায় বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ি। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের। আর তাই দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।  

তবে দ্রুতই সড়ক সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল।  
news24bd.tv/ইস্রাফিল