দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

প্রতীকী ছবি

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

অনলাইন ডেস্ক

পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল মহাসড়কের পাশেই। সেই বিকল ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন।

পাবনার সাঁথিয়া উপজেলার সরিষা এলাকায় মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের সিহাব উদ্দিন মিয়ার ছেলে কাভার্ড ভ্যানের চালক সাগর মিয়া (৩০) এবং একই উপজেলার চাতারকান্দি এলাকার মনির হোসেন (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে পাবনা-ঢাকা মহাসড়কের সরিষা এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ৬টার দিকে ঢাকামুখী মশার কয়েলবাহী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ওই বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল কাশেম বলেন, ‘দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ’

news24bd.tv/মামুন