বিদ্যুৎ বিভ্রাট: জেনারেটরের তেল কিনতে পেট্রলপাম্পে ভিড়

বিদ্যুৎ বিভ্রাট: জেনারেটরের তেল কিনতে পেট্রলপাম্পে ভিড়

নিজস্ব প্রতিবেদক

দেশের অর্ধেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় জেনারেটরের তেল কিনতে পেট্রলপাম্পে ভিড় করছে বাসাবাড়িসহ অফিসের লোকজন। এতে রাজধানীসহ বেশ কিছু এলাকার পেট্রলপাম্পে জটলা দেখা গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর থেকে এ বিভ্রাট দেখা দেয়। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ জেলার অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি জানিয়েছে, বেলা ২টায় গ্রিড বিপর্যয় ঘটে।

তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২ থেকে ৩ ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বিকেলে গণমাধ্যমে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেয়ায় দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এর কারণ উদঘাটনে দুইটি তদন্ত কমিটি করা হয়েছে।

news24bd.tv/FA