ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ মনোয়ারা বেগমকে পিটিয়ে হত্যার ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোছা. শামসুন্নাহারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। সোমবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪’র এএসপি বেলায়েত হোসেন জানান, হুরবাড়ী গ্রামের জোবেদ আলীর ছেলে মো. আব্দুল আউয়ালের সঙ্গে মনোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য মনোয়ারা বেগমকে নির্যাতন করতে থাকে তার শ্বশুর বাড়ির লোকজন। নির্যাতনের একপর্যায়ে ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর রাতে ৮ মাসের অন্তঃসত্ত্বা মনোয়ারা বেগমকে স্বামী আব্দুল আউয়াল, তার দুই বোন শামছুন্নাহার ও হাফেজা খাতুন এবং তাদের ভাতিজা সাইফুল ইসলাম লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
পরে নিহতের ভাই শহিদুল্লাহ একটি থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত সামছুন্নাহারসহ সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
news24bd.tv/হারুন