'ঢাকায় রাত ৮টা, চট্টগ্রামে রাত ৯টার মধ্যে বিদ্যুৎ সচল হতে পারে'
'ঢাকায় রাত ৮টা, চট্টগ্রামে রাত ৯টার মধ্যে বিদ্যুৎ সচল হতে পারে'

সংগৃহীত ছবি

'ঢাকায় রাত ৮টা, চট্টগ্রামে রাত ৯টার মধ্যে বিদ্যুৎ সচল হতে পারে'

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গ্রিডের বিভ্রাটে বিদ্যুৎহীন রাজধানীসহ দেশের প্রায় অর্ধেক এলাকা।  পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি জানিয়েছে, রাত ৮টার মধ্যে ঢাকা ও রাত ৯টার মধ্যে চট্টগ্রামে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি কাজ করছে। এদিন বিকেলে প্রতিমন্ত্রী জানান, তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২ থেকে ৩ ঘণ্টা লাগতে পারে।

বেলা দুইটার দিকে পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিপর্যয় ঘটে।  এতে পূর্বাঞ্চলীয় গ্রিডের সাথে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ জেলার অনেক এলাকা। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে সারাদেশ।

news24bd.tv/FA