নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন, একই গ্রামের সাখাওয়াত হোসেন রিয়াজ (২২) ও মো.আনোয়ার হোসেন রুবেল (২৮)।
মঙ্গলবার দুপুরে আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৯টা ২০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব অম্বরনগর গ্রামের শাহজাহানের চা-দোকান এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টাকালে শাহজাহানের চা-দোকানের ভেতর থেকে সাখাওয়াত হোসেন রিয়াজ (২২) ও মো. আনোয়ার হোসেন রুবেলকে (২৮) গ্রেপ্তার করা হয়। ওই সময় ২মাদক কারবারি পালিয়ে যায়।
ওসি আরও জানায়, আটক ইয়াবার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
news24bd.tv/তৌহিদ