নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে মোটরসাইকেল দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। নিহতরা হলেন রাব্বী (৪০) ও সিহাব উদ্দিন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উত্তরা ইপিজেড ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, ভারী কোনো যানবাহনের চাপায় তারা নিহত হয়েছেন। তবে কোন গাড়ির চাপায় তারা নিহত হয়েছেন জানা যায়নি।
news24bd.tv/হারুন