রাশিয়ার আংশিক সেনা সমাবেশে ২ লাখ সেনা যোগ দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে তিনি জানান, সেনা সমাবেশে রাশিয়ার লক্ষ্যমাত্রার দুই তৃতীয়াংশের বেশি পূর্ণ হয়ে গেছে। এর আগে ইউক্রেনে আক্রমণ জোরালো করতে ৩ লাখ সেনা সমাবেশের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রতিরক্ষা প্রধান জানান, ইতিমধ্যে ২ লাখের বেশি মানুষ রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, বিপুল পরিমাণ স্বেচ্ছাসেবক রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে ভিড় করছেন। প্রতিটি ব্যক্তির আবেদনকে গুরুত্ব দিয়ে দেখার ও খুব বেশি গুরুতর সমস্যা না থাকলে আবেদন বাতিল না করতে নির্দেশ দেন তিনি।
তিনি জানান, যাদের গত দুই সপ্তাহে যারা বাহিনীতে যোগ দিয়েছে তাদের প্রথমে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাদের যুদ্ধে পাঠানো হবে।
গত ২১শে সেপ্টেম্বর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা সমাবেশের ঘোষণা দেন। ইউক্রেন যুদ্ধে অংশ নিতে ৩ লাখ সংরক্ষিত সেনা নিয়োগ করতে নির্দেশ দেন তিনি।
news24bd.tv/আজিজ