ধোবাউড়ায় লরিচাপায় মৎস্য ব্যবসায়ী নিহত
ধোবাউড়ায় লরিচাপায় মৎস্য ব্যবসায়ী নিহত

ধোবাউড়ায় লরিচাপায় মৎস্য ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় বালুবাহী লড়ি চাপায় বাহান উদ্দিন  (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি তারাকান্দা উপজেলায় যাচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোয়াতলা সড়কের গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান জানান, চালকসহ লড়িটিকে থানায়নিয়ে আসা হয়েছে ।

মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হালুয়াঘাট থেকে বাড়ির উদ্দেশ্যে তিনি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। পথে বালুবাহী লড়ির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা সেখান থেকে তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক