২০৩০ বিশ্বকাপ আয়োজক কারা হবে এখনও জানায়নি ফিফা। তবে স্পেন এবং পর্তুগাল এই বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব (বিড) রেখেছে ফিফার কাছে। এবার জানা গেল দেশ দুটির সঙ্গে ওই বিশ্বকাপের একটি ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমের বরাত দিয়ে আল জাজিরা আজ জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের একটি ম্যাচ আয়োজনে সম্মতি দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আগামীকাল বুধবার উয়েফার হেডকোয়ার্টারে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডির বৈঠক শেষে স্পেন এবং পর্তুগাল ফুটবলের প্রধানরা এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিকটি। এর আগে আজ মঙ্গলবার স্পেন সরকারের মুখপাত্র ইসাবেল রদ্রিগেজ জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজন প্রস্তাবে পর্তুগালের সঙ্গে ইউক্রেনকেও স্বাগত জানাবে মাদ্রিদ।
ফুটবল বিশ্বকাপের শতবর্ষী আসর বসবে ২০৩০ সালে।
news24bd.tv/সাব্বির