স্পেন-পর্তুগালের সঙ্গে বিশ্বকাপ আয়োজনে ইচ্ছুক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন
স্পেন-পর্তুগালের সঙ্গে বিশ্বকাপ আয়োজনে ইচ্ছুক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন

সংগৃহীত ছবি

স্পেন-পর্তুগালের সঙ্গে বিশ্বকাপ আয়োজনে ইচ্ছুক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন

অনলাইন ডেস্ক

২০৩০ বিশ্বকাপ আয়োজক কারা হবে এখনও জানায়নি ফিফা। তবে স্পেন এবং পর্তুগাল এই বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব (বিড) রেখেছে ফিফার কাছে। এবার জানা গেল দেশ দুটির সঙ্গে ওই বিশ্বকাপের একটি ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমের বরাত দিয়ে আল জাজিরা আজ জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের একটি ম্যাচ আয়োজনে সম্মতি দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রস্তাবে সাড়া দিয়েছে স্পেন এবং পর্তুগালের সরকারও।

আগামীকাল বুধবার উয়েফার হেডকোয়ার্টারে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডির বৈঠক শেষে স্পেন এবং পর্তুগাল ফুটবলের প্রধানরা এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিকটি। এর আগে আজ মঙ্গলবার স্পেন সরকারের মুখপাত্র ইসাবেল রদ্রিগেজ জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজন প্রস্তাবে পর্তুগালের সঙ্গে ইউক্রেনকেও স্বাগত জানাবে মাদ্রিদ।

ফুটবল বিশ্বকাপের শতবর্ষী আসর বসবে ২০৩০ সালে।

আসরটি নিয়ে তাই বড় পরিকল্পনা রয়েছে ফিফার। ২০২৪ সালে ঘোষণা করা হবে আয়োজক দেশের। সে জন্য ফিফার কাছে প্রস্তাব জমা দিয়ে রেখেছে স্পেন ও পর্তুগাল। তাদের সঙ্গে এবার হয়তো যুক্ত হতে যাচ্ছে ইউক্রেনের নামও।

news24bd.tv/সাব্বির