নাপোলি উড়ছে, জিতেছে লিভারপুলও 

সংগৃহীত ছবি

নাপোলি উড়ছে, জিতেছে লিভারপুলও 

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে উড়ছে নাপোলি। লিভারপুলকে ৪-১ গোলে হারিয়ে শুরু। এরপর রেঞ্জার্সকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার আয়াক্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করল ইতালিয়ান ক্লাবটি। বুধবার গ্রুপ পর্বের ম্যাচে ডাচ চ্যাম্পিয়নদের ৬-১ গোলে বিধ্বস্ত করেছে নেপলসরা।

আয়াক্সের মাঠ আমস্টারডম এরেনায় শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। ৯ মিনিটে মোহাম্মেদ কুদুসের গোলে ম্যাচে লিড নেয় আয়াক্স। তবে গোল হজম করতেই যেন ভয়ংকর রূপ ধারণ করে অতিথিরা। স্বাগতিকদের জালে বল পাঠায় ছয়বার।

নাপোলি ম্যাচে ফেরে ১৮ মিনিটে জিয়াকোমো রাসপাদোরির গোলে। এই ইতালিয়ান স্ট্রাইকার ম্যাচে গোল করেন আরও একটি। সেটি দ্বিতীয়ার্ধে। তবে সেই গোলের আগে আয়াক্সের জালে আরও দুইবার বল পাঠায় নাপোলির ফুটবলাররা। ৩৩ মিনিটে জিওভানি ডি লরেনজো এগিয়ে নেন নাপোলিকে। ৪৫ মিনিটে লিড ৩-১ করেন পিওতর জিয়েলিনস্কি।

রাসপাদোরি ম্যাচে তার দ্বিতীয় গোলটি করেন বিরতি থেকে ফিরে ২ মিনিটের মাথায়। এরপর ৬৩ মিনিটে খিভিচা কভারাতসখেলিয়া এবং ৮১ মিনিটে জিওভানি সিমিওনে গোল করলে বড় জয় নিশ্চিত হয় নাপোলির। ‘এ’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জিতল নাপোলি। ৯ পয়েন্ট নিয়ে ক্লাবটির অবস্থান শীর্ষে।

একই গ্রুপের আরেক ম্যাচে জিতেছে লিভারপুলও। রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। নাপোলির কাছে বড় হারের ধাক্কা দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু করলেও এ নিয়ে পরপর দুই ম্যাচে জয় তুলে নিল ইংলিশ ক্লাবটি।

অ্যানফিল্ডে এদিন লিভাপুলের হয়ে গোলখাতা খোলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। ৭ মিনিটে তার দর্শনীয় এক গোলে লিড নেয় লিভারপুল। এরপর ৫৩ মিনিটে পেনাল্টি থেকে মোহাম্মেদ সালাহ অলরেডসের হয়ে দ্বিতীয় ও শেষ গোলটি করেন। ২-০ গোলের জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিভারপুল উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুইয়ে।

রাতের অন্য দুই খেলায় স্পোর্টিং সিপিকে হারিয়েছে মার্শেই। তবে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ড্র করেছে টটেনহাম হটস্পার। ফরাসি ক্লাব মার্শেই ঘরের মাঠে স্পোর্টিং সিপিকে হারিয়েছে ৪-১ গোলে। অন্যদিকে, ফ্রাঙ্কফুর্টের মাঠে খেলতে গিয়ে স্পার্সরা গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে।

মার্শেইয়ের কাছে হেরে গেলেও ‘ডি’ গ্রুপের শীর্ষেই আছে স্পোর্টিং সিপি। তিন ম্যাচ শেষে দলটির ঝুলিতে পয়েন্ট ৬। ৪ পয়েন্ট নিয়েই পরেই অবস্থান টটেনহামের। তিনে থাকা ফ্রাঙ্কফুর্টের পয়েন্টও সমান ৪। অন্যদিকে, মার্শেই একমাত্র জয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলে সবার শেষে।

news24bd.tv/সাব্বির