বিশ্বকাপ জয়ের  সুযোগ আর্জেন্টিনার : মার্টিনেজ

সংগৃহীত ছবি

বিশ্বকাপ জয়ের  সুযোগ আর্জেন্টিনার : মার্টিনেজ

অনলাইন ডেস্ক

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসরের আর বাকি ৪৬ দিন।  এরই মধ্যে ফুটবলীয় উন্মাদনায় ছড়িয়ে পড়েছে  ফুটবল প্রেমীদের মাঝে। এবারের বিশ্বকাপ আসর বসতে চলেছে কাতারে। এবারের বিশ্বকাপে বিশ্বকাপে স্পেনের ৩৪ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার জাভি মার্টিনেজের বড় বাজি আর্জেন্টিনা।

 

তিনি মনে করেন, জার্মানি, স্পেন এবং ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে। কিন্তু আর্জেন্টিনা গত দু’বছর যেভাবে খেলছে তাতে তার বাজি মেসিদের পক্ষে।

মার্টিনেজ বলেন, বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে আর্জেন্টিনার। দু’বছর ধরে তারা ভালো ফুটবল খেলছে, তাদের দলটা ভালো।

তাদের দলে লিওনেল মেসি আছেন, যিনি বিশ্বকাপ জিততে সবটা উজাড় করে দেবেন। যদি আমাকে আমার সব অর্থ একটা দলের পক্ষে বাজি ধরতে বলা হয়, আমি আর্জেন্টিনার পক্ষে ধরবো।

জাভি মার্টিনেজ ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ দলে ছিলেন। স্পেনের হয়ে মাত্র ১৮টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে বিশ্বকাপে এক ম্যাচে খেলেছিলেন ১৭ মিনিট। তারপরও তিনি বিশ্ব চ্যাম্পিয়ন। জাভি-ইনিয়েস্তার সঙ্গে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড় বর্তমানে কাতারের ক্লাবে খেলছেন। তার মতে, আতিথেয়তার কারণে এবারের বিশ্বকাপ হবে আলাদা। কাতার বিশ্বকে দেখিয়ে দিতে মুখিয়ে আছে।

news24bd.tv/আলী