নির্মাণ সাইট থেকে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ৬৯টি শেল

সংগৃহীত ছবি

নির্মাণ সাইট থেকে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ৬৯টি শেল

অনলাইন ডেস্ক

গ্রিসের থেসালোনিকির কেন্দ্রে লিওন্টোস সোফো স্ট্রিটে অবস্থিত একটি নির্মাণ সাইটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ৬৯টি শেল আবিষ্কার করেছে, আর্মির ল্যান্ড মাইন ক্লিয়ারেন্স ডিপার্টমেন্ট। ধারণা করা হচ্ছে, নির্মাণ সাইটটি নাৎসিদের দখলের সময় জার্মানদের গোলাবারুদ গুদাম ছিল।

সাইটে পাওয়া শেলগুলি অক্ষত, সক্রিয় এবং বিস্ফোরিত হয়নি। শেলগুলো নির্মাণ সাইটে পাওয়ার সময় স্তূপীকৃত অবস্থায় ছিল।

ওই নির্মাণ সাইটে ১৯৫৪ সালে একটি তিনতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি করা হয়েছিল এবং পরে ২০০৪ সালে তা ভেঙে ফেলা হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, সেখানে একটি হোটেল তৈরি করার কথা ছিল।

উপরন্তু, স্থানীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের উপস্থিতিতে খননের সময়, ২০ শতকের পুরানো ভূগর্ভস্থ কাঠামোর কিছু অংশও পাওয়া যায় তবে সে সব কোনো প্রত্নতাত্ত্বিক মূল্য ছিল না। পরে সেগুলি ভেঙে ফেলা হয়।

news24bd.tv/আমিরুল