ত্রিদেশীয় সিরিজে জ্বলে উঠতে চায় বাংলাদেশ: সিডন্স

জিমি সিডন্স

ত্রিদেশীয় সিরিজে জ্বলে উঠতে চায় বাংলাদেশ: সিডন্স

সুখন সরকার

ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে জ্বলে উঠে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। ক্রাইস্টচার্চে প্রথম দিনের অনুশীলন শেষে এ কথা বলেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জিমি সিডন্স।  তিনি বলেন, ‘বাংলাদেশ দল তরুণ হলেও আত্মবিশ্বাসে ভরপুর। ’ 

সামনে বিশ্বকাপ, তাই দলের ওপর অদৃশ্য চাপ।

আমিরাতের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে জিতেছে ঠিকই, কিন্তু বড় দলের ঝলক ছিল না একেবারেই। তাই, নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নিয়ে স্বমহিমায় জ্বলে উঠতে চান টাইগাররা।

পাকিস্তান আর নিউজিল্যান্ডেকে মোকাবিলা করতে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। মিরাজ-লিটনদের ব্যাটিং কোচ জিমি সিডন্সও ছিলেন সরব।

শীর্ষদের নিয়ে কাজ করেছেন লম্বা সময় ধলে।

নিউজিল্যান্ডে সিডন্স বলেন, ‘বিশ্বকাপের আগে কিউই মাটিতে সিরিজ খেলা, বাড়তি পাওয়া। ’ তিনি বলেন, ‘তরুণ এই দল নিয়ে দারুণ কিছু করা সম্ভব বিশ্বকাপে। ’ 

কিউই সিরিজে ওপেনিং করবেন না লিটন দাস। মিরাজের সঙ্গী হবেন অন্য কেউ। ৭ অক্টোবর ট্রাইনেশন সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

news24bd.tv/ ইস্রাফিল