মিঠুনের নেতৃত্বে ভারত সফরে যাচ্ছে ‘এ’ দল

সংগৃহীত ছবি

মিঠুনের নেতৃত্বে ভারত সফরে যাচ্ছে ‘এ’ দল

অনলাইন ডেস্ক

অর্থনৈতিক জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে ‘এ’ দলের সফর বাতিল হয়েছে আগেই। এরপর থেকেই জাতীয় দলের পাইপলাইনে থাকা প্রতিভাবানদের নিয়ে গড়া ‘এ’ দলকে অন্য কোথাও পাঠানোর কথা ভাবছিল বিসিবি। অবশেষে চূড়ান্ত হয়েছে সেটি। ভারতের চেন্নাইয়ের তামিলনাড়ু দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি।

সফরে বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দেবে মোহাম্মদ মিঠুন। সফরে দুটি চারদিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ খেলবে টাইগাররা। বুধবার পূর্ণাঙ্গ দলের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

যেখানে মিঠুনের টেস্ট দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

এছাড়াও দলে রাখা হয়েছে সদ্যই দল থেকে বাদ পড়া এনামুল হক বিজয়কে। তরুণদের মধ্যে সুযোগ পেয়েছেন শামীম ও তৌহিদ হৃদয়ের মতো ক্রিকেটাররা।

চারদিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

news24bd.tv/আমিরুল