১৪ দলীয় জোটে ভাঙনের কোনো সুযোগ নেই : হানিফ

ফাইল ছবি

১৪ দলীয় জোটে ভাঙনের কোনো সুযোগ নেই : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘১৪ দলীয় জোটে ভাঙনের কোনো সুযোগ নেই। জাতীয় পার্টি মহাজোট হিসেবে আওয়ামী লীগের সঙ্গে ভোট করেছিল, সামনে কে থাকবে, না থাকবে তা সময়ই বলে দেবে। ’

বুধবার (৫ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

জাতীয় পার্টিকে ইঙ্গিত করে হানিফ বলেন, ‘রাজনৈতিক দলগুলো জনসমর্থন বাড়াতে গরম কথাবার্তা বলে থাকে।

এগুলোর খুব বেশি ভিত্তি আছে বলে আমি মনে করি না। ’

তিনি বলেন, এখন যে যত কথাই বলুক সময় আসলে নিবন্ধিত সব দলই নির্বাচনে অংশ নেবে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মূল হোতা বিএনপি, তাদের মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা মানায় না। আন্দোলনের নামে সহিংসতা করলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারিও দেন হানিফ।

news24bd.tv/রিমু