রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

সংগৃহীত ছবি

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক

ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদানের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই দেশের তিন বিজ্ঞানী। তারা হলেন- ক্যারোলিন আর বারতোজ্জি (যুক্তরাষ্ট্র), মর্তেন মেলদাল (ডেনমার্ক), কে বেরি শার্পলেস (যুক্তরাষ্ট্র)। পদার্থ বিজ্ঞানের মতো রসায়নেও তিন বিজ্ঞানী নোবেল পেলেন।

বুধবার (৪ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লিক রসায়ন এবং বায়োর্থোগোনাল রসায়নে অগ্রগতির জন্য ওই তিন বিজ্ঞানী রসায়নে নোবেল পেয়েছেন।  

রসায়নে নোবেলজয়ী ৩ জনের মধ্যে ক্যারোলিন আর বারতোজ্জি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কর্মরত। আর ডেনমার্কেরর ইউনিভার্সিটি অব কোপেন হেগেনের অধ্যাপক হিসেবে মর্টেন মেলডাল ও যুক্তরাষ্ট্রের স্ক্রিপস রিসার্সের গবেষক হিসেবে কর্মরত আছেন কে ব্যারি শার্পলেস।  

গত ৩ অক্টোবর চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনতত্ত্ববিদ সভান্তে পাবো। এছাড়া পদার্থে ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার যৌথভাবে নোবেল পেয়েছেন।  

news24bd.tv/হারুন