ভ্যাট ফাঁকি বন্ধ করতে পুরো আদায় প্রক্রিয়াকে অটোমেশন করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এজন্য আগামী পাঁচ বছরে সারাদেশে ৩ লাখ ইএফডি মেশিন বসানো হবে বলে জানিয়েছেন এনবিআরের সদস্য ড. মঈনুল খান।
বুধবার (৫ অক্টোবর) সেগুনবাগিচায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত ইএফডি লটারির ড্র অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, এতে ২৬ হাজার কোটি টাকা ভ্যাট আহরণ বাড়বে বলে প্রত্যাশা তাদের।
তবে ৫৩৮টি প্রতিষ্ঠান এ মাসে কোন ভ্যাট দেয়নি। সেপ্টেম্বর মাসে ওই মেশিনগুলো থেকে কেন রাজস্ব আসেনি তার কারণ খতিয়ে দেখতে কমিশনারেটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে এনবিআর তদন্ত করবে বলেও জানান মঈনুল খান।