ফেসবুক পোস্টের সাথে বিষণ্ণ এক ছবি। পুরো ক্যাপশনে রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের কিছু বাক্য। কিন্তু পরিষ্কার হওয়া যাচ্ছে না কিছুই। তবে কী কাউকে মিস করছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা?
বুধবার (৫ অক্টোবর) বিকেলে দেখা গেলো অভিনেত্রী মিথিলার ভেরিফায়েড ফেসবুক পেজে এমনই এক পোস্ট।
ক্যাপশনে মিথিলা লিখেছেন- 'যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম।
২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বিভিন্ন সময়ে নানা ইস্যু নিয়েই গণমাধ্যমের সামনে আসেন এ দম্পতি। কিন্তু সৃজিতের সাথে পূজা কেমন কাটল তার- সে খবর জানান দেননি এখনও। তবে সেপ্টেম্বরের এক পোস্টে দুর্গাপূজার জন্য তিনি তৈরি বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী।