সাজেকের পথে যান চলাচল স্বাভাবিক

সাজেকের পথে যান চলাচল স্বাভাবিক

রাঙ্গামাটি প্রতিনিধি

দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর রাঙ্গামাটির সাজেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পাহাড়ধসের কারণে আজ সকাল থেকে বন্ধ হয়ে যায় এ রুটের যান চলাচল। দুপুর ২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড়ধসে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকে সকল ধরনের যান চলাচল। এর ফলে আটকে পড়ে পর্যটন কেন্দ্রটিতে বেড়াতে যাওয়া হাজারও পর্যটক। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজে নামে সেনাবাহিনীর একটি টিম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধসে পড়ে।

এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও বন্ধ হয়ে যায় যান চলাচল। সেখানে কোনো বসতি না থাকায় ঠিক কখন ধসে পড়েছে তাও জানা যায়নি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক