অস্ট্রেলিয়ার কষ্টের জয়, নিজেদের ‘ভাগ্যবান’ বললেন ফিঞ্চ 

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার কষ্টের জয়, নিজেদের ‘ভাগ্যবান’ বললেন ফিঞ্চ 

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে বেশ বেগ পোহাতে হলো অস্ট্রেলিয়াকে। কুইন্সল্যান্ডে আজ দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০তে ১ বল বাকি থাকতে জয়ের দেখা পায় অসিরা। ম্যাচ জেতে ৩ উইকেটে। উইন্ডিজের বিপক্ষে এমন জয়ের পর নিজেদের ভাগ্যবান বলেছেন স্বাগতিক দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ দাঁড় করায়। সর্বোচ্চ ৩৯ রান আসে কাইল মেয়ার্সের ব্যাট থেকে। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া বড় বিপদে পড়ে অভিজ্ঞতা ব্যর্থ হওয়ায়। তবে ওপেনিং থেকে চারে নেমে যাওয়া ফিঞ্চ নিজেই গড়ে দেন ম্যাচের ভাগ্য।

আউট হওয়ার আগে ফিঞ্চ ৫৩ বলে খেলেন ৫৮ রানের ইনিংস। শেষ দিকে ২৯ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে  ম্যাথু ওয়েডও দলের জয়ে রাখেন বড় ভূমিকা। তবে ম্যাচসেরার পুরস্কার ওঠে ফিঞ্চের হাতেই। কেননা তার ইনিংসটিই যে ম্যাচে টিকিয়ে রেখেছিল স্বাগতিকদের।

ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে ফিঞ্চ তাই সত্যিটা স্বীকার করে নিলেন। তিনি বলেন, ‘আমরা ভাগ্যবান জয়ের বন্দরে পৌঁছাতে পেরেছি বলে। প্রথম ইনিংস শেষেই আমরা বুঝেছি, কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে ওয়েড আবারও শেষদিকে ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করেছে। ’

ভারত সফরে ফিঞ্চের জায়গায় সুযোগ পেয়ে ওপেনিংয়ে ক্যামেরন গ্রিন দুর্দান্ত ব্যাটিং করেন। সে জন্যই তাকে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস ওপেন করতে পাঠিয়ে ফিঞ্চ নামেন চারে। তবে সিরিজের শেষ ম্যাচে ওপেনিং জুটি আবার পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন ফিঞ্চ, ‘মিডল অর্ডারে ব্যাট করে মজা পেয়েছি। তবে পরের ম্যাচ আমরা হয়তো আবার পরিবর্তন আনবো (ওপেনিং জুটিতে)। ’

দুই ম্যাচ সিরিজের শেষ টি২০তে আগামী শুক্রবার গ্যাবায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ।

news24bd.tv/সাব্বির