নারী্দের এশিয়া কাপের শিরোপা ধরার মিশনে বাংলাদেশ দল বড় ধাক্কা খায় পাকিস্তানের কাছে হেরে। তবে মালয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে আবার কক্ষপথে ফিরতে মরিয়া নিগার সুলতানা জ্যোতির দল। যে কারণে আজ অনুশীলনে বাড়তি মনোযোগ দিতে দেখা গেল সালমা-জাহানারারা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে এবারের এশিয়া কাপের প্রথম পাঁচ দিনের খেলা হয়েছে।
স্পিন ধরবে ১ নম্বর মাঠেও।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটাকে বাংলাদেশ দেখছে ছন্দে ফেরার সুযোগ হিসেবে। সানজিদার কথায় সে আভাসই পাওয়া গেল, ‘হার-জিত দলে থাকবেই, এটা নিয়ে কোনো নেতিবাচকতা আমাদের নেই। আমরা ইতিবাচক আছি, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব। ’
প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল হলেও, বাংলাদেশ খাটো করে দেখছে না মালয়েশিয়াকে। সানজিদা বলেন, ‘আসলে প্রতিপক্ষকে ছোট বা বড় করে দেখার উপায় নেই। কারণ, সবাই জেতার জন্য এসেছে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষ যেই হোক, শুরু ও শেষটা যেন ভালো হয়। মালয়েশিয়ার সঙ্গে কমনওয়েলথে মুখোমুখি হয়েছি। ওদের দল নিয়ে ধারণা আছে। আশা করি ভালোই হবে। ’
আগামীকাল দুপুর দেড়টায় শুরু হবে বাংলাদেশ-মালেয়শিয়ার ম্যাচটি।
news24bd.tv/সাব্বির