লজ্জা উপহার দেওয়া সিটিকে ধন্যবাদ জানালেন ইউনাইটেড কোচ

সংগৃহীত ছবি

লজ্জা উপহার দেওয়া সিটিকে ধন্যবাদ জানালেন ইউনাইটেড কোচ

অনলাইন ডেস্ক

নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে হারের পর কেরিংটনে ইউনাইটেডের প্রথম অনুশীলনে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেশ বিমর্ষ দেখা গেছে। রোনালদোর মন খারাপ থাকা স্বাভাবিকই। প্রথমত, দল ৬-৩ গোলের বড় ব্যবধানে হেরেছে। তার ওপর পুরো ম্যাচটি বেঞ্চে বসেই অসহায়ের মতো দেখতে হয়েছে এই তারকা ফরোয়ার্ডকে।

ইতিহাদে সিটির বিপক্ষে রোনালদোকে মাঠেই নামাননি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। দল প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ার পরও রোনালদোর ওপর হয়তো কোনো ভরসা ছিল না কোচের। যদিও ম্যাচ শেষে টেন হাগ জানান, বড় হার নিশ্চিত জেনেই রোনালদোর মান বাঁচাতে তাকে আর মাঠে নামানো হয়নি।

মৌসুমের শুরুর দুই ম্যাচের পর থেকেই রোনালদো নেই ইউনাইটেডের প্রথম একাদশে।

এখন তো বেঞ্চ থেকে মাঠে নামার সুযোগও মিলছে না। রোনালদো মৌসুম শুরুর আগেই ছাড়তে চেয়েছিলেন ওল্ড ট্রাফোর্ড। ইউনাইটেডের পীড়াপীড়িতে তা হয়নি। অথচ তাকে ধরে রেখে এখন বেঞ্চে বসিয়ে রাখছে ইউনাইটেড।

ইউনাইটেডে রোনালদো তাই অসুখী। এমনকি আগামী জানুয়ারিতে শীতকালীন দলবদলের বাজারে রোনালদোর ক্লাব ছাড়ার খবরও চাউর হয়েছে। যদিও টেন হাগের দাবি, রোনালদো সুখীই আছেন ইউনাইটেডে। এছাড়া খেলতে না পারলেও প্রিয় ক্লাবে ভালোই আছেন এই পর্তুগিজ তারকা।

বুধবার টেন হাগ বলেছেন, ‘তাকে আমার অসুখী বলে মনে হচ্ছে না। সে খুশিই আছে। ভালো মতো ট্রেনিং করছে। সে উপভোগ করছে। রোববারে (ম্যানচেস্টার ডার্বি) খেলতে পারেনি বলে সে খুশি নয়? এটা কোনো প্রশ্ন হতে পারে না। অবশ্যই সে যখন খেলতে পারে না, মারাত্মক রেগে যায়। ’

এদিন, ডার্বিতে বড় হার নিয়েও কথা বলেছেন টেন হাগ। সিটিজেনদের কাছে উড়ে গেলেও, তাদের ধন্যবাদ জানালেন এই ডাচম্যান, ‘আমরা জানি, আমাদের উঠে দাঁড়াতে হবে। সিটি এবং তাদের কোচ পেপ গার্দিওলাকে ধন্যবাদ, আমাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। আমরা এটা গ্রহণ করলাম। ’

চলতি মৌসুমে বাজে শুরুর পর দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছিল ইউনাইটেড। হারিয়েছিল ফর্মের তুঙ্গে থাকা আর্সেনাল এবং লিভারপুলকে। তবে সিটির সামনে পড়তেই আবার ছন্নছাড়া রেড ডেভিলসরা। যদিও এই হারকে মেনে নিচ্ছেন টেন হা্গ, ‘আমাদের একটি খারাপ দিন গেছে, আমরা হেরে গেছি। তবে এই হারকে আমাদের মেনে নিতে। কিন্তু যেই পারফরম্যান্স আমরা দেখিয়েছে সেটা অগ্রহণযোগ্য। ’

news24bd.tv/সাব্বির