নিজেকে ‘কট্টর ইহুদিবাদী’ ইসরায়েলের সমর্থক দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

নিজেকে ‘কট্টর ইহুদিবাদী’ ইসরায়েলের সমর্থক দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

নিজেকে ‘কট্টর ইহুদিবাদী’ এবং ইসরায়েলের সমর্থক বলে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাস। একইসঙ্গে ইহুদিবাদী ইসরায়েল এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।  

সম্প্রতি অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে এ দাবি করতে দেখা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাজ্য এবং আমেরিকার কর্মকর্তারা প্রকাশ্যে যখন ইসরাইলের নীতিগুলোকে অনুসরণ করছেন এবং নিজেদেরকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সমর্থক হিসেবে জাহির করছেন তখন লিজ ট্রাসের স্বীকারুক্তি সবার সামনে এলো।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই ভিডিওতে বলেন, আমি একজন কট্টর ইহুদিবাদী এবং একইসঙ্গে ইসরায়েলেরও কট্টর সমর্থক।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের দমনকে ন্যায় সঙ্গত বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নেতা সামি আবু জাহরা। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতি লিজ ট্রাসের এ স্বীকারুক্তির অর্থ হলো, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের সেনাদের দমনপীড়নমূলক নীতির পক্ষে যুক্তরাজ্য সরকার।

news24bd.tv/হারুন