রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ আটক দম্পতি

প্রতীকী ছবি

রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ আটক দম্পতি

অনলাইন ডেস্ক

অভিযান চালিয়ে রাজধানী ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে প্রায় ৩০ কেজি গাঁজাসহ এক নারীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকা উত্তর কার্যালয়ের কর্মকর্তারা।

আটককৃতরা হলেন সালমা আক্তার, তার স্বামী রাসেল এবং বাসের হেল্পার উজ্জ্বল।

হবিগঞ্জ থেকে বাসে করে প্রায় ৩০ কেজি গাঁজা আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে ওই বাসে অভিযান চালানো হয়।

পরে দেখা যায়, তিনটি কাপড়ের ব্যাগে থাকা প্রায় ৩০ কেজি গাঁজা কাপড় এবং টেপে মোড়ানো।

প্রথমে এই মাদকদ্রব্য আনার কথা অস্বীকার করেন মাদক কারবারি নারী সালমা আক্তার ও তার স্বামী রাসেল। পরে বাসের হেল্পার উজ্জ্বল জানান, হবিগঞ্জ একজন তাদের বাসে তিনটি ব্যাগ তুলে দেওয়ার পর ঢাকা থেকে একটি গ্রুপ গ্রহণ করবে বলে জানান। হাসপাতালের সামনে এই ব্যাগ নিতে আসেন সালমা ও রাসেল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটককৃতরা এর আগেও পাশের দেশ থেকে আসা মাদকদ্রব্য হবিগঞ্জ থেকে একই বাসে এনে গাজীপুর এবং নারায়ণগঞ্জ মাদককারবারিদের কাছে পৌঁছে দিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, তারা স্বামী-স্ত্রী। ঢাকায় তারা মাদকদ্রব্য গ্রহণের কাজ করে। এদের প্রধান চালান আসে হবিগঞ্জ থেকে। আমরা তথ্য পেয়েছি, পার্শ্ববর্তী একটি দেশ থেকে হবিগঞ্জে তারা এসব সংগ্রহ করে।

আটক দম্পতির বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

news24bd.tv/সাব্বির