মাহসার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ইরানি প্রেসিডেন্টের 

সংগৃহীত ছবি

মাহসার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ইরানি প্রেসিডেন্টের 

অনলাইন ডেস্ক

পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু নিয়ে ইরানে চলমান বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরাও। এমতাবস্থায় আমিনির মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

গত ১৬ সেপ্টেম্বর হিজাব নীতি ভঙ্গ করায় ‘নীতি’ পুলিশের হেফাজতে মাহসার মৃত্যু হয়। এরপর থেকেই বিক্ষোভ দানা বাঁধে ইরানে। এ নিয়ে চললাম বিক্ষোভ গড়িয়েছে টানা টানা চতুর্থ সপ্তাহ। উত্তাল পরিস্থিতি সামলাতেই প্রেসিডেন্ট রাইসি মাহসার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে, বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন অনেকে। কেউ কেউ নিখোঁজও হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর তেহরানে বিক্ষোভের পর নিকা শাকরামি নামের ১৬ বছরের এক কিশোরীও নিখোঁজ হয়। পরে তার মরদেহ মর্গে পাওয়া যায়।

নিকার পরিবারের দাবি, তাকে হত্যার পর মৃতদেহ চুরি করে একটি গ্রামে গোপনে দাফন করার পরিকল্পনা করা হচ্ছিল। এ ঘটনার তদন্ত শুরু করেছে ইরানের বিচার বিভাগ।

news24bd.tv/সাব্বির