ইতালিতে ৫৯ শতাংশ বাড়ল গ্যাস ও বিদ্যুতের দাম

সংগৃহীত ছবি

বিপাকে প্রবাসীরা 

ইতালিতে ৫৯ শতাংশ বাড়ল গ্যাস ও বিদ্যুতের দাম

রিয়াজ হোসেন, ইতালি :

ক্ষমতা গ্রহণের আগেই নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করল ইতালির নতুন সরকার। সরকার গঠনের আগেই ৫৯ শতাংশ করে বাড়ানো হয়েছে গ্যাস ও বিদ্যুতের দাম। আর গ্যাসের পাইপলাইনে প্রায় প্রতিনিয়তই কমছে চাপ। এর নেতিবাচক প্রভাব পড়ছে।

কাজে আসছে না জ্বালানি খাতে সরকারের নানা উদ্যোগ ও ভর্তুকিও। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ায় দিশেহারা ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।  

ইতালিতে অস্বাভাবিক হারে বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। আর গ্যাসের পাইপলাইনে প্রায় প্রতিনিয়তই কমছে চাপ।

এর নেতিবাচক প্রভাব পড়েছে খাবার দোকানগুলোতে। রেস্টুরেন্টে খাবার তৈরির জন্য তুলনামূলক বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। কাজে আসছে না জ্বালানি খাতে সরকারের নানা উদ্যোগ ও ভর্তুকিও।

নির্বাচনের আগে গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল ইতালির নতুন জোট সরকার। রুশ কোম্পানি গ্যাজপ্রম ইতালিতে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণার পরপরই দাম বাড়নোর ঘোষণা দেওয়া হলো।

করোনা বিপর্যয়ের পর ইতালিতে হঠাৎ করে বিদ্যুতের দাম বাড়ানো হয় ৫০ শতাংশ। এ ছাড়া ৪০ শতাংশ বাড়ানো হয় গ্যাসের দাম। এতে চরম দুশ্চিন্তায় নিম্নআয়ের মানুষ।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পাশাপাশি গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধিতে চরম হতাশায় রয়েছেন প্রবাসী বাংলাদেশীরা।  
প্রবাসীরা জানিয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে না এলে জীবনযাপন অত্যন্ত কষ্টের হয়ে যাবে।

এমনিতেই মধ্য ডানপন্থিদের সরকার গঠনের কারণে নানা শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিসহ অভিবাসীরা। এর মধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি নতুন করে বেকায়দা ফেলেছে প্রবাসীদের।

news24bd.tv/কামরুল