শাখতারকে ২-১ গোলে হারালেও স্বস্তিতে নেই রিয়াল

সংগৃহীত ছবি

শাখতারকে ২-১ গোলে হারালেও স্বস্তিতে নেই রিয়াল

অনলাইন ডেস্ক

আগের ম্যাচেই লা লিগায় ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে অস্বস্তিতে পড়ে রিয়াল। সমর্থকরা ভেবেছিল চ্যাম্পিয়ন্স লিগে বড় জয়ে বাউন্স ব্যাক করবে বর্তমান চ্যাম্পিয়নরা। চিরচেনা এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে সে আভাসই মিলছিল। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

জয় পেয়েছে ঠিকই তবে প্রত্যাশা মেটেনি রিয়াল সমর্থকদের।

চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে গোলের উদ্দেশ্যে ৩৫ শট নিলেও গোল হয়েছে মোটে ২টি। বিপরীতে হজমও করতে হয়েছে ১টি গোল। ফলে জয়ের আনন্দের চাইতে হতাশাও কম নয় রিয়াল সমর্থকদের।

গ্রুপ এফ-এর ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

এ দিন গত ম্যাচের ভুল শুধরে শুরু থেকেই বার্নাব্যুতে আক্রমণে গিয়েছে রিয়াল ফুটবলাররা। সেই আক্রমণে লণ্ডভণ্ড শাখতার দোনেৎস্কের রক্ষণভাগ। ম্যাচের ১৩ মিনিটের সময় রোদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। ম্যাচে এগিয়ে যাওয়ার পর আক্রমণে গতি আরও বাড়িয়েছে রিয়াল। তবে গোল আসবে সময় নিচ্ছিল। বিপরীতে রক্ষণভাগে জমাট হয়ে রিয়ালকে একের পর এক গোল বঞ্চিত রেখে মুনশিয়ানা দেখিয়েছে শাখতার।

ম্যাচের ২৮ মিনিটের সময় আবারও রোদ্রিগো ম্যাজিক। তবে এবার আর নিজে গোল করেননি। ভিনিসিয়াস জুনিয়রকে বাড়িয়ে দিয়েছেন বল। বাকি কাজটুকু করতে খুব একটা অসুবিধা হয়নি ব্রাজিলিয়ান তারকার। ম্যাচে ডাবল লিড নেয় রিয়াল। এরপর সেটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা। তবে আক্রমণভাগে মনোযোগ দিয়ে রক্ষণভাগে নজর দেওয়ার সময় পায়নি রিয়াল। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩৯ মিনিটে রিয়ালের জালে বল পাঠিয়ে ব্যবধান কমায় শাখতার। অলেক্সান্ডার জুবকভের গোলে ব্যবধান কমিয়ে বিরতিতে যায় শাখতার।

দ্বিতীয়ার্ধে ম্যাচে আরও গতি আনে রিয়াল। তবে রক্ষণভাগে কৌশলী শাখতারের কাছে পেরে ওঠা যায়নি। রিয়ালের একের পর এক আক্রমণ ঠেকিয়ে হতাশ করেছে সমর্থকদের। উল্লাসের উপলক্ষে মাঠে আসা বিশাল রিয়াল সমর্থকরা পায়নি আর কোনো উদযাপনের উপলক্ষ।  

শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি রিয়াল। বিপরীতে মাঝে মধ্যেই পাল্টা আক্রমণে গিয়ে ভয় ধরিয়ে দিয়েছে রিয়াল সমর্থকদের। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলে জয় পায় রিয়াল। তবে এ জয়ে স্বস্তির চেয়ে হতাশায় বেশি কার্লো আনচেলত্তির।

news24bd.tv/আমিরুল