নদীতে হঠাৎ বান, প্রতিমা বিসর্জনকালে জলপাইগুড়িতে নিহত ৭

সংগৃহীত ছবি

নদীতে হঠাৎ বান, প্রতিমা বিসর্জনকালে জলপাইগুড়িতে নিহত ৭

অনলাইন ডেস্ক

প্রতিমা বিসর্জনকালে জলপাইগুড়ি জেলার মালবাজারের নদীতে হঠাৎ বান ডাকায় ঘটে গেলো বিপত্তি। এসময় নদীর বানে ভেসে নিহত হয়েছে অন্তত ৭ জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

বুধবার সন্ধ্যার ওই ঘটনার বিষয়ে আনন্দবাজার জানিয়েছে, প্রতিমা বিসর্জনকালে হঠাতই পাহাড় থেকে জলপ্রপাতের সৃষ্টি হয়।

এতে নদীতে বান ডাকায় ভেসে যায় বহু মানুষ। উদ্ধার করা হয় ৭টি মরদেহ। এখনও মাঝ নদীতে চরে আটকে রয়েছে বহু মানুষ।

স্থানীয় দমকল ও পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

নদীতে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। প্রশাসন সূত্রে খবরে জানা গেছে, অন্তত ২০-২৫ জন নিখোঁজ রয়েছে এখনও।

প্রতিবেদনে জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসুর বরাতে জানানো হয়, এ ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই অল্প ও মধ্যবয়সী। প্রতিমা ভাসানোর সময়ে অনেকেই নদীর চরে দাঁড়িয়ে ছিলেন। তবে তাদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কতজন ভেসে গিয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

news24bd.tv/FA