খেলার মাঠেই আন্তর্জাতিক টেনিস আম্পায়ারের মৃত্যু

খেলার মাঠেই আন্তর্জাতিক টেনিস আম্পায়ারের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

খেলার মাঠেই হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেলেন আন্তর্জাতিক টেনিস আম্পায়ার বিদ্যুৎ চক্রবর্তী। বৃহস্পতিবার রাতে মাদারীপুর টেনিস মাঠে খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে মাদারীপুরে বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি খেলাধুলা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মাদারীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক ইশারা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
মৃত্যুর পরে তার বাসায় ছুটে আসেন তার শুভাকাঙ্খিরা। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন তারা। মাদারীপুর পৌরসভার বটতলা এলাকার নীলকমল চক্রবর্তীর ছেলে বিদ্যুৎ চক্রবর্তী।  

মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, বিদ্যুৎ একজন আন্তর্জাতিক টেনিস আম্পায়ার ছিলেন। তাকে হারিয়ে দেশ হারিয়েছে এক মুল্যবান সম্পদ। আমরা তার মৃত্যুতে শোকাহত।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর