নজিরবিহীন মূল্যস্ফীতির কবলে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

নজিরবিহীন মূল্যস্ফীতির কবলে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে নজিরবিহীন মূল্যস্ফীতি দেখা দিয়েছে। সুদের হার বাড়তে থাকায় এবং প্রতিনিয়ত অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি ঝুঁকির মধ্যেই প্রথমবারের মতো জাতীয় ঋণ ছাড়িয়ে গেছে ৩১ লাখ কোটি মার্কিন ডলার।

গেল সোমবার দেশটির সরকারি ঋণের বকেয়া ৩১ লাখ ১০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছায় বলে মঙ্গলবার তথ্য দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

অত্যধিক ঋণ গ্রহণ মুদ্রাস্ফীতির চাপ অব্যাহত রাখবে বলে রেসপনসিবল ফিসক্যাল বাজেটের প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ঋণের হার গেল এক দশকে বেড়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে মার্কিন বকেয়া সরকারি ঋণ ছিল ১০ লাখ ৬০ হাজার কোটি মার্কিন ডলার। আর ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ছিল ১৯ লাখ ৯০ হাজার কোটি মার্কিন ডলার।

news24bd.tv/আমিরুল