মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি

সংগৃহীত ছবি

মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি

অনলাইন ডেস্ক

মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে, বিশ্বব্যাপী সংঘাত পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ-আইসিজি। গত সেপ্টেম্বর মাসজুড়ে মিয়ানমারের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করে মিয়ানমারকে অবনতিশীল দেশগুলোর তালিকায় রাখা হয়েছে।

আইসিজি বলছে, দুই বছর বিরতির পর রাখাইন রাজ্যে আবারও লড়াই শুরু হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ অন্যান্য অঞ্চলেও অব্যাহতভাবে সহিংস বিরোধিতার মুখে পড়ছে এবং শান্তিপূর্ণ ভিন্নমতাবলম্বীদেরও নিপীড়ন করছে জান্তা সরকার।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পরেই মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ শুরু হয়। এপ্রিলে সেনাবাহিনী নিরস্ত্র শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। এরপর, মিয়ানমারের দক্ষিণ সীমান্তের তানিনথারি অঞ্চলে সংঘবদ্ধ হতে শুরু করেন তরুণেরা। স্থানীয় সশস্ত্র প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে হাত মিলিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন তারা।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক