শিগগিরই সরকারবিরোধী আন্দোলন শুরু হবে : ফখরুল

ফাইল ছবি

শিগগিরই সরকারবিরোধী আন্দোলন শুরু হবে : ফখরুল

তওহিদ হায়দার

সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ করছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের ধরন, নির্বাচন পরবর্তী জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ নানা বিষয়ে আলোচনা হয়।    

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে।

সংসদ বিলুপ্ত করে নতুন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। দাবিগুলো চূড়ান্ত করে শিগগিরই সরকার বিরোধী যুগপৎ আন্দোলন শুরু করা হবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, অন্য দলের সঙ্গে সরকার পতনের দাবিগুলো চূড়ান্ত করে শিগগিরই যুগপৎ আন্দোলন শুরু করবে বিএনপি।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, খালেদা জিয়ার মুক্তি প্রধান লক্ষ্য।

খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। আওয়ামী লীগ আবারও একতরফা নির্বাচন করতে ইভিএম ব্যবহারের ষড়যন্ত্র করছে। ইভিএম নয়, ব্যালটে নির্বাচন হবে।

news24bd.tv/রিমু