সবচেয়ে বেশি গুম হয়েছে জিয়ার আমলে: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সবচেয়ে বেশি গুম হয়েছে জিয়ার আমলে: প্রধানমন্ত্রী 

বাংলাদেশে সবচেয়ে বেশি গুমের ঘটনা জিয়াউর রহমানের আমলে ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‌‘গুম নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যখন তথ্য সংগ্রহ করলো, তারা দেখলো সবচেয়ে বেশি গুম হয়েছে জিয়াউর রহমানের আমলে। ’

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

দেশের মানবাধিকার পরিস্থিতি, র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর ফিরিয়ে আনার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নীতি হলো সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়। যুক্তরাষ্ট্র সময় সময় আমাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিচ্ছে। এর আগে তারা জিএসপি সুবিধা বন্ধ করে দেয়। মূলত আমাদের দেশের কিছু লোক সেখানকার সিনেটর ও কংগ্রেসম্যানদের কাছে দেশে সম্পর্কে নানা কথা বলে এবং এ জন্য তারা এটা দেয়।

যারা এগুলো করে তারা মূলত যুদ্ধাপরাধী ও বিভিন্ন দাগি পলাতক আসামি। ’ 

র‌্যাবের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা মানে সন্ত্রাসীদের মদদ দেওয়া। আমার প্রশ্ন হলো, র‌্যাব সৃষ্টি করলো কে? আমেরিকা র‌্যাব সৃষ্টির পরামর্শ দিয়েছিল এবং তারাই ট্রেনিং দেয়। আমেরিকা যখন স্যাংশন দেয়, তখন একটা কথা বলতে হয়, যেমন আপনারা ট্রেনিং দিয়েছেন তারা তেমন কার্যক্রম করেছে। ’ 

তিনি বলেন, ‘আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অপরাধ করলে তাদের বিচার হয়, কিন্তু তাদের দেশে বিচার হয় না। আন্তর্জাতিক সংস্থাগুলো গুমের হিসাব যখন শুরু করলো, তখন দেখা গেলো সবচেয়ে বেশি গুম হয় জিয়ার আমলে। ’ 

সরকারপ্রধান বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু গুম হওয়া অনেককে খুঁজে বের করে। সেটা কিন্তু পত্রিকায় আসে না। ’  

তিনি বলেন, ‘তারা শুধু অস্ত্র প্রতিযোগিতা আর যুদ্ধ করবে, আর আমাদের দেশের মানুষ না খেয়ে মরবে সেটা হতে পারে না। ’

আরও পড়ুন...

‘আমি চাই নতুন নেতৃত্ব আসুক, আমার তো সময় শেষ হয়ে গেছে’

news24bd.tv/ইস্রাফিল