‘বোমা মিজানকে দেশে ফেরাতে আলোচনা চলছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

‘বোমা মিজানকে দেশে ফেরাতে আলোচনা চলছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দ্রুততম সময়ের মধ্যে পুলিশের প্রিজনভ্যান থেকে হামলা করে ছিনিয়ে নেওয়া জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা মিজানকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই তাকে দেশে ফেরত আনা সম্ভব হবে।

শুক্রবার সকালে রাজধানীর তেজকুনিপাড়ার নিজ বাসায় তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

চিহ্নিত সন্ত্রাসীদের ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। তাদের ফেরত আনার ব্যাপারে আমাদের কথাবার্তা চলছে। তাদের ফেরত আনার বিষয়টি চলমান।

তিনি বলেন, সন্ত্রাসীদের সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে ভারত তাদের ফেরত দেওয়ার বিষয়ে সম্মত হলে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করব।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর