আ.লীগ কখনো ভোট চুরি করে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)

আ.লীগ কখনো ভোট চুরি করে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে ক্ষমতায় আসে না। জনগণের ভোটে নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ’ 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি তাদের অতীতের কথা ভুলে যাচ্ছে। নির্বাচনি প্রহসন বিএনপিরই সৃষ্টি। মানুষ যেন ভোট দিতে পারে- এই পরিবেশ আওয়ামী লীগের সৃষ্টি।

’ 

বিএনপির অন্য দেশের কাছে নির্বাচন নিয়ে নালিশ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের শেকড়ের জোর থাকলে তারা অন্য দেশের কাছে ধরনা দিত না। আগুন দিয়ে পোড়ানো, মানুষ খুন করা- এগুলোর কী জাবাব দেবে বিএনপি। এ জন্য তারা জনগণের কাছে ভোট চাইতে না গিয়ে, বিদেশের কাছে ধরনা দিচ্ছে।  

নিজের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে নিয়ে এত কিছু লেখালেখির দরকার নেই। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি জনগণের সেবা করতে এসেছি। মানুরে ভাগ্য পরিবর্তনে কাজ করায় আমার লক্ষ্য। ’ 

আরও পড়ুন...

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা মানে সন্ত্রাসীদের মদদ দেওয়া: শেখ হাসিনা

সবচেয়ে বেশি গুম হয়েছে জিয়ার আমলে: প্রধানমন্ত্রী 

‘আমি চাই নতুন নেতৃত্ব আসুক, আমার তো সময় শেষ হয়ে গেছে’

 

news24bd.tv/ইস্রাফিল