গ্রিস উপকূলে আবারও নৌকাডুবি, নিহত ১৭

গ্রিস উপকূলে আবারও নৌকাডুবি, নিহত ১৭

অনলাইন ডেস্ক

গ্রিসের লেসবস দ্বীপের কাছাকাছি এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৬ নারীসহ ১৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। মৃত নারীরা আফ্রিকান। নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালের দিকে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে।

বুধবারও ৮০ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিস। যাদের মধ্যে ১৮ জনই শিশু।

গ্রিসের কোস্টগার্ডের মুখপাত্র নিকোস কোক্কালাস জানিয়েছেন, ওই নৌকায় ৪০ জনের মতো যাত্রী ছিল।

এ ঘটনায় ১০ নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্ক থেকে যাত্রা করা ওই নৌকায় থাকা অন্য যাত্রীদের উদ্ধারে বিভিন্ন সংস্থা অভিযান চালাছে।

তিনি আরও বলেন, মৃত নারীরা আফ্রিকা থেকে নৌকায় উঠেন। ওই নারীদের বয়স ২০ বছরের বেশি। আর বেঁচে যাওয়া ব্যক্তিরা এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ ঘটনায় ১৫ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারকারী ইআরট’কে কোক্কালাস বলেন, স্থলের পাশাপাশি সমুদ্রে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে। আশা করি, বেঁচে থাকা ব্যক্তিরা ডাঙায় আশ্রয় নিতে সক্ষম হয়েছেন।

এদিকে তুরস্ককেও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান গ্রিসের অভিবাসন মন্ত্রী।

news24bd.tv/হারুন